মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলংকার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Admiral M Shaheen Iqbal, NBP, NUP, ndc, afwc, psc) আজ শুক্রবার ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল (Major General Abdulla Shamaal) ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি (Mariya Didi) এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন কার্যালয় পরিদর্শন করবেন।
মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলংকা গমন করবেন। শ্রীলংকায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে (Mahindra Rajapaksha), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব:) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে (General (Retd) G.D.H. Kamal Gunaratne), নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিশান্থা উলুগেটেন (Vice Admiral Nishantha Ulugetenne), সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ণ নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল সানজিওয়া দিয়াস (Rear Admiral Sanjeewa Dias) সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল এন্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, সফর শেষে নৌপ্রধান আগামী ২৩ জানুয়ারি ২০২২ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।