কোতোয়ালীতে চুরি মালামালসহ গ্রেফতার ৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নগরীর কোতোয়ালী থানার হেমসেন লেইনের বাসা, হরিশদত্ত লেইন ও আন্দরকিল্লা রাজাপুকুর লেইন থেকে চুরি হওয়া মালামালসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৯ জুন, শনিবার সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি শাহ আবদু রউফ এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৫মার্চ সকাল সাড়ে নয়টার সময় কোতোয়ালী থানাধীন হেমসেন লেইন বড়ুয়া গলিস্থ বসুন্ধরা বিল্ডিংয়ের ২য় তলায় ও গত ১৬ জুন সন্ধ্যায় ৩নং গলি ১৫/এ হরিশদত্ত লেইনস্থ শামসুল আলমের বিল্ডিংয়ের ৫ম তলার জনাবা আনোয়ারা বেগমের ভাড়া বাসায় এবং একই তারিখ কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রাজাপুকুর লেইনস্থ সাধনা ভবন এর ৪র্থ তলার রামকৃষ্ণ পালের ভাড়া বাসায় চুরির ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ মামলার সুত্র ধরে অভিযান চালিয়ে ৭ ভরি ১২ আনা ওজনের বিভিন্ন পদের স্বর্ণালংকার ও নগদ ৭৮,৯১৫/- টাকা এবং বিপুল পরিমানের মালিক বিহীন চোরাইমাল সহ মোঃ ইমন (৩২), মোঃ আশ্রাব খান (৩৫), শাজাদা আক্তার প্রকাশ সাদিয়া (২০) ও আনিকা সুলতানা প্রকাশ সানি (১৯) কে গ্রেফতার করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন জানান, দায়ের করা মামলার সুত্র ধরে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মোঃ ইমন, মোঃ আশ্রাব খান, শাজাদা আক্তার প্রকাশ সাদিয়া ও আনিকা সুলতানা প্রকাশ সানি কে গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.