কর্ণফুলীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা, গ্রেফতার ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম কর্ণফুলীতে নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় চরপাথরঘাটা ইউনিয়নে এক মহিলা মেম্বারের অফিসে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। নিহত নুরুল আলম একই গ্রামের মৃত শরফ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ইউপি সদস্যসহ ৩জনকে আটক করেন। এরা হলেন-আছিয়া খাতুন (৪৮), কোরবান আলী (২৬) ও মোহাম্মদ পারভেজ (২৩)।

স্থানীয় সূত্রে লোকজন জানায়, নুরুল আলম একজন রাজমিস্ত্রী। আটক কোরবান আলীর একটি দোকান তৈরির কাজ করবে বলে ১৫ হাজার টাকা অগ্রিম নেন। কথামতো কাজ শুরু করার কিছুদিন পর আরও ১৫ হাজার টাকা নেন। তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কয়েকদিন কাজ বন্ধ থাকে। আজ বিকালে চরপাথরঘাটা ইছানগর গ্রামের ইউপি সদস্য আছিয়া খাতুনের অফিসে নুরুল আলমকে ডেকে নিয়ে আসে। তাঁর কয়েক ঘন্টা পর ঐ অফিস হতে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

কর্ণফুলী থানার এসআই মো. মোশাররফ হোসেন জানায়, আজ বিকেলে সাড়ে পাঁচটার দিকে মহিলা মেম্বারের অফিস কক্ষ থেকে নুরুল আলম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যায়।ভিকটিমের সাথে কুরবান আলী ও পারভেজের টাকার লেনদেন ছিল।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, এ ঘটনায় কর্ণফুলী থানায় নিহতের ছেলে মো. নজরুল বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ১। কোরবান আলী (২৬) ২। মো. নাছির (৩২) ৩। আছিয়া খাতুন (৪৮) ৪। মোহাম্মদ পারভেজ (২৩)। এদের মধ্যে তিনজনকে পুলিশ তাৎক্ষণিক গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.