করোনাকালে শেখ হাসিনা মানবতাবোধকে জাগ্রত করেছেন: মেয়র রেজাউল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে নগরীর নিম্ন আয়ের প্রতিটি বিপন্ন মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান উদ্যোগ আপদকালীন পরিস্থিতিতে মানবিকতা বোধ সবার মাঝে জাগ্রত হচ্ছে। সাম্প্রতিককালে কঠিন সময়গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে যাতে অভূক্ত থাকতে না হয় সে-জন্য যে মানবিক প্রয়াস চালিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসিত।

তিনি বলেন, বর্তমান কঠিন দুঃসময়ের তুলনায় অপ্রতুল হলেও এই কর্যাক্রমে ছেদ পড়বে না। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কাউন্সিলর এবং সংগঠনের সকল স্তরের নেতারা নগরীর বিপন্ন আর্তমানবতার পাশে নিজের সামর্থ্য উজার করে দেবে।

তিনি আজ সোমবার নগরীর ১৪নং লালখান বাজর ওয়ার্ডে কর্মচ্যুত অধিবাসী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন।
তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাবে পরিস্থিতি ক্রম অবনতিশীল। যে-কোন ভাবে সম্বনিত উদ্যোগ ও সচেতনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সামাল দেয়ার দুর্জয় হিম্মত অর্জন করতে হবে। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সক্রিয় ও প্রস্তুত রয়েছে। চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত আইসোলেশন সেন্টার কোভিড-১৯ আক্রান্তদের বিনা মূল্যে সব ধরণের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে অক্সিজেনসহ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মওজুদও রয়েছে এবং চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীগণ সেবা প্রদানে নিয়োজিত আছে। তিনি টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রমে নগরবাসীকে সহযোগিতা ও আগ্রহ বাড়াতে কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানান।

লালখান বাজার ওয়ার্ডস্থ শহীদ নগর স্কুল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম ফারুক, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা।

এই সময় উপস্থিত ছিলেন-পেশাজীবী নেতা আমজাদ হোসেন হাজারী, সুরত কুমার চৌধুরী, আবদুল কাদের, ইকবাল হোসেন, শওকত হোসেন, মোজাম্মেল হোসেন, বিশ্বজিৎ চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.