বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেয়াসহ নানা প্রতারণার অভিযোগে পাঁচ দালালকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত আনসার বাহিনীর এপিসি মো. সাহিদুল ইসলাম বটতলা থেকে তাদের আটক করেন। পরে উপাচার্য অধ্যাপক ডা. মো. সারফুদ্দিন আহমেদের নির্দেশে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক প্রতারকরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার উজ্জ্বল, গাজীপুর সদরের জয়দেবপুরের মো. ইয়াকুব ইসমাইল, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মো. জয়নাল আবেদীন, যশোর জেলার মনিরামপুর উপজেলার মো. রবিউল ইসলাম এবং টাঙ্গাইল জেলার ঘাটাইলের ফিরোজ।