চলমান লকডাউনে পূর্ব বাকলিয়ায় বিপাকে পড়া দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পরিবারের মাঝে শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-০৯ আসেনর সংসদ সদস্য ব্যারিটার মহিবুল হাসান চৌধুরী নওফেলের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকলে কালামিয়া বাজার চত্বর এবিএস কমিউনিটি সেন্টারে দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীন।
এসময় নাদিম উদ্দীন বলেন, “মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের পাঠানো খাদ্য সামগ্রী পূর্ব বাকলিয়া অসহায় পরিবারের মাঝে আমরা বিতরণ করছি। বৈশ্বিক মহামারি করোনার কারণে অনেক মানুষ খাদ্য-সামগ্রীসহ নানন অভাব ভোগ করছে। করোনা সংকট কমবেশি সবাইকে বিপদে ফেলেছে। কিন্তু এই বিপদে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়েছেন যাঁরা দিন আনে দিন খান তাঁরা। করোনা মহামারীর এই সংকট কালে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের কাছে আমরা নিয়মিত খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি”।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড় যুবলীগ নেতা মুবিনুল হক মনিরাজ, হেলাল উদ্দীন ১৯ নং ওয়ার্ড় যুবলীগ নেতা সুমন,ফয়জুর রহমান ইরাস, সেচ্ছাসেবকলীগ নেতা মো.বেলাল, বঙ্গবন্ধু ছাত্র-যুব স্কোয়াড এর সভাপতি রেহাদুল ইসলাম সায়েম,যুগ্ন সম্পাদক আবদুল আহাদ বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীন রনি, ফাহিম চৌধুরী,লক্ষ্মণ দাশ, শাফায়েত নেওয়াজ রুকন,শাহাদাত নূর তুষার, দক্ষিণ বাকলিয়া ছাত্রলীগ নেতা মোস্তফা শাওন, আল আমিন, নোমান, মেহেরাব হোসেন ফাহিম।