উখিয়ায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাইঃ ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

উখিয়ায় অগ্নিকান্ডে ৪টি বসত ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিতপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি পরিমাণ ১২ লক্ষাধিক বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি জানান,স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগে উত্তম কুমার শর্মা, সনজীদ শর্মা, বিরল শর্মা অজিত শর্মার বসত ঘরের সব মালামাল পুড়ে গেছে।

উখিয়া ফায়ার স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ ঘটনায় ৪ টি ঘরের মালামাল পুড়েছে। যা ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি সম্ভাবনা রযেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ,এসময় ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে ২৪ হাজার টাকা ও ৭ দিনের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন পুড়ে যাওয়া ঘর গুলো পূনরায় নির্মাণ করার জন্য ডেউটিন দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.