প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ১

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া পরিচয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-গিয়াস উদ্দিন কবির(৩৯)। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর রাত ২ টা ৫ মিনিটে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে প্রতারক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়,অজ্ঞাত এই প্রতারক চক্র বেশ কিছু দিন ধরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বার থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে বন ও পরিবেশ মন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে টাকা দাবি করে। এ চক্র একই কায়দায় কুমিল্লা জেলার এ্যাডভোকেট কামাল হোসেনের কাছে থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। তাছাড়াও বিভিন্ন ব্যাক্তিকে চাকরি বা ভালো জায়গায় পোস্টিং করে দেয়ার কথা বলে টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিকভাবে হেয় করার হুমকি প্রদান করত সে। সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে এমন অভিযোগের ভিত্তিতে উক্ত চক্রকে শনাক্ত করে গতকাল কুমিল্লা থেকে গেপ্তার করে।

এই ব্যাপারে পল্টন থানায় মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমার নাম ব্যবহারের অভিযোগ শুনলে এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে তা পুলিশকে জানাই। পুলিশ তাকে ট্র্যাক করে রবিবার ভোর রাতে এই প্রতারককে প্রেফতার করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রতারক চক্রের কাছ থেকে সতর্ক থাকতে এবং কখনো এমন কোন ফোনকল পেলে তাকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.