বিধিনিষেধ : চট্টগ্রামে ৭৬ মামলায় সাড়ে ৩০ হাজার টাকা জরিমানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী বিধিনিষেধ চলছে। আর এই ‘লকডাউন’ বাস্তবায়নে চট্টগ্রাম নগরজুড়ে অব্যাহত অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১জুলাই) দিনব্যাপী ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৭৬ মামলায় মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী নগরের ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চান্দগাঁও ও পাচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে পতেঙ্গা,বন্দর ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৪ মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম ০৮ মামলায় ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে এক মামলায় দুইশো টাকা জরিমানা আদায় করেন।

খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন অভিযান পরিচালনা করে আট মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন

কোতোয়ালি ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ মামলায় ৩হাজার টাকা জরিমানা আদায় করেন।

খুলশী ও বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন অভিযান চালিয়ে ০৬ মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি হালিশহর ও মুরাদপুর অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ০১ মামলায় ১হাজার টাকা জরিমানা আদায় করেন।

আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, ০৬ মামলায় ৩হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

এছাড়াও কোতোয়ালি ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মোবাইল অভিযান পরিচালনা করে ০৪ মামলায় ২ হাজার ৪০০ টাকা সহ মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজও নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।’

জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.