প্রখ্যাত সাংবাদিক ও কবি সকলের প্রিয় দাদামনি অরুণ দাশগুপ্ত আর নেই। আজ দুপুরে তিনি পরলোক গমন করেছেন।
দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের হাত ধরে ১৯৭৩ সালে যোগ দেন ‘দৈনিক আজাদীতে’ সিনিয়র সহাকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তাঁর নিবিড় তত্বাবধানে সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয়েছে।
তাঁর মৃত্যুতে ‘চট্টগ্রাম নিউজ’ পরিবার গভীরভাবে শোকাহত।
শোক জানিয়েছেন তাঁর মামা প্রখ্যাত সমাজবিজ্ঞানী,’ ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের’ সম্মানিত সভাপতি প্রফেসর ড. অনুপম সেন মহোদয়।চট্টগ্রামের স্বনামধন্য নৃত্য সংগঠন ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’।
বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী, সংগঠক ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’-এর সম্মানিত পরিচালক শোক প্রকাশ করে বলেন-‘সকলের প্রিয় দাদামনি আমাদের অভিভাবক অকৃতদার এ মানুষটি নিজের দেশ, মাটি ও সংস্কৃতিকে ভালোবেসে সারাটাজীবন কাটিয়ে দিলেন এ চট্টগ্রামে। শেষ কয়েকটা বছর কাটালেন আড্ডাপ্রিয় এ মানুষটি ধলঘাটে একা, নিংসঙ্গ।।
রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ – এ কতো স্মৃতি। দিনের পর দিন মহড়ায় থাকতেন, পরামর্শ দিতেন, প্রথমে ত্রিদিব চৌধুরী, তারপর পন্ডিত মিহির কুমার নন্দী আজ চলে গেলেন দাদামনি।’
এছাড়াও শোকবার্তা প্রদান করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের সম্মানিত সাধারণ সম্পাদক ও ‘কথাসুন্দর’ নাট্যদলের আর্টিস্টিক ডিরেক্টর অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া।