চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)
আজ শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
আসরের নামাজের পর জানাজা শেষে সন্ধ্যায় তাকে নগরের চন্দনপুরা এলাকার বংশাল বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই এবং বর্তমান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপির চাচা।