বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কনজুরি গ্রামের জলদাস পাড়ায় গত ২৭ জুন রাত ২ ঘটিকায় বৈদ্যুতিক মিটার হতে আগুন লেগে ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
আজ শুক্রবার দুপুর ৩টায় জাগো হিন্দু পরিষদ জেএইচপি এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবু কাজল দে, আমুচিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার বাবু সান্টু বিশ্বাস, জাগো হিন্দু পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি লিটন দে অলক,সাধারণ সম্পাদক প্রবাল শীল, সাংগঠনিক সম্পাদক জয় দাশ সহ, প্রভাত শীল পার্থ, শ্রীচরণ বিশ্বাস, সুজন চৌধুরী, রুবেল শীল বাপ্পা, পৌরসভার সভাপতি সৌরভ দাশ রনি, টিপু দাশ, মিশু শীল, রিমন দাশ, আদর মহাজন, সরোয়াতলী ইউনিয়ন সভাপতি নিলয় চৌধুরী, অন্তর চৌধুরী, প্রনয় চৌধুরী, প্রমিত মহাজন, পোপাদিয়া ইউনিয়ন সারথী রয়েল দেবনাথ প্রমুখ।