সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সারাদেশের ন্যায় বিলাইছড়িতেও কোভিড-১৯ মোকাবেলা করতে ও স্বাস্থ্য বিধি মানতে ৯ম দিনেও চলছে চলমান কঠোর লকডাউন।
সম্প্রতি দেশে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পেয়েছে বিলাইছড়িতেও। তাই চলমান লকডাউন নতুনভাবে সময়সীমা বৃদ্ধির জন্য প্রজ্ঞাপন জারি করলে, তা কার্যকর করতে নিয়মিত মাঠে রয়েছেন সামরিক – বেসামরিক প্রসাশন ও নেতা-কর্মী স্ব-স্ব এলাকার শিক্ষিত ও গন্যমান্য ব্যক্তি।
লকডাউনে জনবহুল এলাকা বাজার, ডরমেটরী, উপজেলা কোয়াটার, ধূপ্যাচর, দীঘলছড়ি, নলছড়ি, ফারুয়া, কেংড়াছড়ি বাজার ও জনবহুল এমন এলাকা, রাস্তা ও মোড়ে চোখে পড়ার মত লোকের সমাগম হয়নি।
কাঁচা বাজার, ঔষুধের দোকান, নিত্য প্রয়োজনী দোকানেও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। অতি প্রয়োজনে কেউ বাজারে বা দোকানে গেলেও পণ্যক্রয় করার সাথে সাথে বাসায় ফিরছেন।
বন্ধ রয়েছে অফিস, দোকান, হোটেল মোটেল,শপিংমল এবং দূরপাল্লার-আভ্যন্তরীণ সকল যান।ফাঁকা রয়েছে রাস্তা- ঘাটও সবকিছু যেন সুনসান।
উল্লেখা যে, বিগত ২৭ ডিসেম্বর ২০১৯ চীনের উহানে করোনা ভাইরাস ধরা পড়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্ন্তজাজিক ভাবে এই ঘোষণা করে। ক্রমেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ছড়িয়েছে বাংলাদেশেও। তাই বিগত ৮ ই মার্চ সর্বপ্রথম বাংলাদেশীর শরীরের সংক্রমিত হলে, ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়, পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তরে মানুষের।