‘নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে। সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে।’
নব আকাঙ্ক্ষাকে সন্ধানের জন্য পূরণের জন্য,পরিস্থিতি যেমনই হোক আমরা এগিয়ে যেতে চাই অপ্রতিরোধ্য গতিতে।আজ ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’-এর অনলাইন ক্লাস ‘নৃত্যের তালে-তালে’-এর এক বছর পূর্ণ হলো।
২০২০ সালের মার্চ মাসে করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে পড়ে মূল কেন্দ্রে নৃত্যের প্রশিক্ষণ। সেই সাথে ৫শ’ শিক্ষার্থী হয়ে পড়ে গৃহবন্দী। জুলাই মাসে করোনার ভয়াল থাবা দ্বিগুণ বেড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে গোটা বিশ্বে। স্থবির হয়ে পড়ে মানুষের চিরচেনা ছন্দ। চারিদিকে শুধু হতাশা আর হাহাকারের ক্রন্দন ছড়িয়ে পড়ে।
শিশুরা গৃহবন্দী হওয়ায় হয়ে পড়ে। দিন কাটতে থাকে অস্থির,হতাশয়। নিরানন্দ এসে ভর করে তাদের ওপর। সেই সময় ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারে’-এর কেন্দ্রীয় কমিটি জরুরী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয় অনলাইনে নৃত্যের ক্লাস আরম্ভ করার। সম্মানিত অভিভাবকরাও একাত্বতা প্রকাশ করেন।এছাড়াও সার্বিক দিক বিবেচনা করে সম্মানীও কমানো হয়। মূল লক্ষ্য,শিশুদের কিছুটা হলেও আনন্দ দেওয়া।
তাদের হতাশা,অস্থিরতা কিছুটা দূর করার জন্য এই প্রয়াস গ্রহণ করা হয়। এছাড়াও করোনাকালে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে যোগব্যায়ামের ক্লাসের উপর বিশেষ জোড় দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। নিরবিচ্ছিন্নভাবে ওটিডিএমসি মিডিয়া পর্ষদ আজ অনলাইন নৃত্যের ক্লাস ‘নৃত্যের তালে তালে’ ১৩ তম পর্বে প্রবেশ করলো।
অনলাইন ক্লাস সফলভাবে পরিচালনা করতে গঠিত হয় ‘ওটিডিএমসি মিডিয়া পর্ষদ’ মিডিয়া উইং হিসেবে নিযুক্ত করা হয় অভ্র বড়ুয়াকে। সহযোগী মিডিয়া উইং হিসেবে নিযুক্ত হয় অনিশ দাশ ও শীর্ষেন্দু দত্তকে। সহকারী মিডিয়া পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত করা হয় আদিত্ব্য নন্দী, সৃজা দাশ, সুকন্যা মিত্র, তাসনিয়া বিনতে আইউব, অনিন্দা দাশ, অদ্রিজা ঘোষ।
করোনাকালে অভিভাবক, শিক্ষার্থী, সহযোগী ও সহকারী শিক্ষিকাসহ সকল কর্মকর্তাদের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরি করতে দিকনির্দেশনা দিচ্ছেন ‘ওটিডিএমসি’-এর প্রাক্তন শিক্ষার্থী শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ওহিদা সুলতানা ও ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা.রুপা দত্ত।
পরিচালক প্রমা অবন্তীর তত্বাবধানে শিক্ষার্থীদের নৃত্যের প্রশিক্ষণ দিচ্ছেন সহযোগী শিক্ষিকাগণ-তন্বী দাশ,জয়িতা দত্ত, নিবিড় দাশ গুপ্তা, রিয়া বড়ুয়া, তূষি ভট্টাচার্য ও আফসানা ইকবাল হিয়া। সহকারী শিক্ষিকা ময়ূখ সরকার।
পরিস্থিতি পর্যবেক্ষন ও জরুরি সিদ্ধান্ত নিতে সর্বদা সচেষ্ট ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টর’, চট্টগ্রামের সভাপতি,বরেণ্য সমাজবিজ্ঞানী,শিক্ষাবিদ প্রফেসর ড.অনুপম সেন,সাধারণ সম্পাদক বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রফেসর ড.কুন্তল বড়ুয়া,নাট্যজন সাহিদ উদ্দিন আহমেদসহ ১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি।
চট্টগ্রাম নিউজকে ওড়িশি নৃত্যশিল্পী, ওটিডিএমসি এর পরিচালক অবগত বলেন, সারা বিশ্বের কোভিড পরিস্থিতি এবং দেশের কোভিড পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা এই অনলাইন কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি বলেন অনলাইনে নৃত্যের কার্যক্রম অব্যাহত রাখা কিছুটা দুরূহ৷ বিশেষ করে প্র্যাকটিকেল ক্লাস সমূহ শিশুদের ধরতে কষ্ট হয়।তারপরও এই মুহূর্তে শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে,পাশাপাশি নৃত্যের চর্চা অব্যাহত রাখতে সকল অভিভাবকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা নতুন এক ভোরের অপেক্ষায় আছি। সকলে আবার চিরচেনা ছন্দে একত্রিত হয়ে মানবতার গান গাইব।