গত ২৬ জুন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর মাত্র ৪১ দিনেই শত কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরা প্রান্তে এ সময়ে মোট টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। আর একই সময়ে সেতুর দুই প্রান্ত দিয়ে চলাচল করেছে প্রায় ৮ লাখ যানবাহন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, শনিবার (৬ আগস্ট) পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।