সম্প্রতি সারা শরীরে কাদা মেখে ইনস্টাগ্রামে ছবি দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা।
ছবিতে দেখা যাচ্ছে, তার সারা শরীরে কাদা মাখা, চোখ বন্ধ। একটি হাত অন্য হাতের বাহুতে রাখা। উর্বশীর এই ছবি দেখে চমকে উঠেছেন ভক্তরা। যেন তিনি রক্তমাংসের মানুষ নন, কোনো শিল্পীর বানানো স্থাপত্য।
বিভিন্ন দেশে ঘুরে ঘুরে মডেলিং, ফ্যাশন ফোটোশ্যুট করতে খুবই ভালবাসেন ঊর্বশী । কখনও তাঁকে দেখা যায় সোনা, রূপোর গয়নায় নিজেকে মুড়ে শ্যুট করতে, কখনও বা মরুভূমিতে, কখনও ইরাকি ঘোড়ার সঙ্গে। প্রতিবারই নিজের অভিনব সব সাজ ও কাজকর্মের জন্য খবরের শিরোনামে আসেন ঊর্বশী । এ বার তিনি সারা গায়ে কাদা মেখে রোদ পোহালেন ।
আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম ‘সিং সাব দা গ্রেট’ দিয়ে বলিউডে নাম লেখান তিনি। ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।