জ্বালা‌নি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হলেন ওয়াসিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান।

রবিবার (১৩ জুন) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তুললে সংসদ তা গ্রহণ করে।

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব থাকা সদ্য প্রয়াত আবদুল মতিন খসরুর স্থলে সভাপতির দায়িত্ব পেলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।

এই সময় ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ব্যুরো অব উইমেন পার্লামেন্টারিয়ানসের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। তিনি ২০১৪ সালের ১৯ মার্চ থেকে পরপর দুইবার সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কন্যা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.