চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য শফিকুল আহসান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শফিকুল আহসান একাত্তরের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্ব-পরিবারে হত্যার পরে ৭৫ পরবর্তী বঙ্গবন্ধু-কে তিনি বদলা নেওয়ায় জন্য একজন প্রতিরোধ যোদ্ধা ছিলেন। তিনি বঙ্গবন্ধু কন্যা’র একজন বিশ্বস্ত ভ্যানগার্ড ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দুঃসময়ের অকুতোভয় সৈনিক কে হারালাম।
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।