ভারতে উৎক্ষেপনের সময় ভেঙে পড়ল ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভারতে  পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়েছে  ‘ব্রহ্মস’ নামের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র।

সোমবার (১২ জুলাই) ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি।

এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতাসম্পন্ন হলেও এদিন তা উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এ দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্যই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেটাই সঠিক কারণ কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সুপারসোনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত। ব্রহ্মস নামটি দেওয়া হয়েছে ভারত ও রাশিয়ার দুটি নদী ব্রহ্মপুত্র ও মস্কোভার নামে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.