বাকলিয়ায় মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা: আটক ৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ‘ডাকাত’ বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১১ জুলাই) দুপুর ২টার দিকে থানার বলিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. ফোরকান (২১), আবদুস সাত্তার (৩৪), রাকিব (১৯) ও সামশেদ আলম (৩২)।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল (রোববার) দুপুর ২টার দিকে বনবিভাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কর্মকর্তাসহ বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করতে যায় র‌্যাব।

র‌্যাবের নির্দিষ্ট পোশাক ও গাড়ি নিয়ে অভিযান পরিচালনা করা হলেও একদল দুর্বৃত্ত মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। ঘটনার পর র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।

তিনি আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.