বান্দরবানের লামায় ট্রাক,মাহিন্দ্র, ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার ১১ জুলাই দুপুর দেড়টার দিকে লামার চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দূঘটনা ঘটে।
জানা যায়, সিলেটি বালির ট্রাক চকরিয়া থেকে লামায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র ও মোটর সাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় দুইজন। আহতদের লামা হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এই ঘটনায় আহতদের মধ্যে তিনজনই শিশু। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, ট্রাকের বালির নিচে মানুষ বা লাশ থাকতে পারে। লাশ উদ্ধারের কাজে ফায়ারসার্ভিস কর্মী,পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লামা পৌরসভার ৮ন্ং ওয়ার্ডের কাউন্সিলর মো ইউসুফ বলেন-মুটোফনে কল পেয়ে সাথে সাথে ছুটে আসি।স্থানীয় লোকজন সহ প্রসাশনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি।
ঘটনাস্থলে থাকা লামা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান বলেন-সিলেটি বালুর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়,এবং এতে প্রাণহানি হয় তিন জনের ওআহত হয় শিশু তিন জন। তবে লাশ গুলো এখনো শনাক্ত করা হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।