বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় হতে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এদিকে ফুটবল ম্যাচকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় থানা পুলিশের পাশাপাশি মোতায়ন করা হয়েছে বিজিবি।
সিএমপির জনসংযোগ বিভাগ থেকে রাতে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত তার ঢেউ এসে ঠেকেছে আমাদের দেশেও। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মত আমাদের দেশের ফুটবল প্রেমীরাও নান্দনিক ও মনোমুগ্ধকর এই খেলার শৈল্পিক প্রদর্শনী দেখার অপেক্ষায়। কিন্তু মনে রাখতে হবে অন্যান্য খেলার মত ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ মাত্র। তাই এই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করা হবে আইন শৃঙ্খলার পরিপন্থী আচরণ। এতে নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।’
এতে আরও বলা হয়, ‘বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নগরবাসীর নিরাপত্তায় ইতোমধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নগরবাসীকে খেলার ফলাফলকে কেন্দ্র করে পারস্পরিক উস্কানিমূলক আচরণের মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হতে অনুরোধ করা হচ্ছে। তথাপি এরূপ আচরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিএমপির এডিসি (মিডিয়া) আরাফাতুল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যেক থানার টহল টিমের সাথে অতিরিক্ত পুলিশ যোগ করা হয়েছে। পুলিশ লাইনে ভোর থেকেই রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই থাকবে। কোথাও ডাক পড়লেই ছুটে যাবে। এছাড়া ফাইনাল নিয়ে নগরবাসীর ফেসবুক পোস্ট মনিটরিংয়ে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবি, পিআর শাখা ও থানা এবং বিট পুলিশ কাজ করছে। খেলাকে কেন্দ্র করে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
’তিনি আরও বলেন, ‘চলমান কঠোর বিধি-নিষেধের কারণে এমনিতেই কোনও উন্মুক্ত স্থানে বড় পর্দায় বা চায়ের দোকানে বসে খেলা দেখা যাবে না। শুধুমাত্র ঘরে বসে খেলা দেখলেও সেটার উত্তেজনা যাতে বাইরে প্রকাশ না পায় সেজন্য সর্তক করছি। কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ব্রাজিল- আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে বিভিন্ন জায়গায় ভক্তদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলা নিয়ে ভক্তদের মাঝে এ ধরনের দুঃখজনক ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্তক অবস্থানে রয়েছি। কোতোয়ালী থানা এলাকায় ফোর্সের পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারীও বৃদ্ধি করেছি। কেউ যদি খেলা নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।