কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: চলমান লকডাউনে জনশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সমুদ্র সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইক চালক, ভাসমান ব্যবসায়ী সহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১০ জুলাই) সকালে, উপজেলার ইনানী এলাকার মেরিনড্রাইভ সংলগ্ন হেলিপ্যাডে পর্যটন নির্ভর এসব মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা ব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন, যার মধ্যে পর্যটনসেবীরাও আছেন। পর্যটন একটি সম্ভাবনা শিল্প যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩ এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্য সহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন অন্যদিকে কর্মহীন মানুষদের অন্ন ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত আছি।
দুরবস্থায় সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা। বিচ ফটোগ্রাফার শাহাবুদ্দিন বলেন, “পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে তার জন্য কৃতজ্ঞতা।
বিচ বাইক চালক নুরুল আমিন বলেন, বিচে মানুষ আসলে আমাদের পেটে খাবার জুটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তে ১ এপ্রিল থেকে গত তিন মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার জেলার সব পর্যটন কেন্দ্র।