বোয়ালখালীতে আমনের চাষে বীজ-সার পেলেন ২২০ কৃষক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামের বোয়ালখালীতে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

আজ বুধবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি করে বীজ ও ৩০ কেজি করে সার এবং ৫০জন কৃষককে হাইব্রিড জাতের ২ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান ও আওয়ামী লীগ নেতা রিদুয়ানুল হক টিপু।

বীজ ও সার সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন কৃষকরা। কৃষকরা জানান, বাজারে বীজের দাম অনেক। এই সময়ে বীজ ও সার সহায়তা পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, আমন চাষে কৃষকদের প্রণোদনা হিসেবে এ বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে কৃষকদের সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.