নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় আসছে বড় ধরণের রদবদল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় বড় ধরণের রদবদল আসছে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার পর এ ঘোষণা আসতে পারে। এনডিটিভির খবরে বলা হয়, রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মাথায় রেখে এ রদবদল আনতে যাচ্ছেন মোদি।

চারমাস পর ভারতে ৩৫ হাজারের নিচে নামল সংক্রমণ
সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, কয়েকজন বিজেপি নেতা প্রথমবারের মতো মন্ত্রীত্ব পেতে পারেন। এদের মধ্যে রয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও।

এ ছাড়া গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধীও মন্ত্রীত্ব পেতে পারেন। বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্দিয়া, নারায়ন রানেও পেতে পারেন মন্ত্রীত্ব। লোক জনশক্তি পার্টির (এলজেপি) পশুপতি পরশও মন্ত্রীত্ব পেতে পারেন।

ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে পাওয়া সূত্রে জানা যায়, নতুন মন্ত্রীসভায় আরও বেশি স্থান পেতে পারেন নারীরা। বিশেষ করে যেসব নারী রাজনীতিকের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.