সাজেকে ম্যালেরিয়ার প্রকোপ: রেডজোন ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়ন ম্যালেরিয়ার প্রকোপ, রেডজোন ঘোষনা রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে এবার হানা দিয়েছে ম্যালেরিয়া। দেশের সবচে বড় এই ইউনিয়নটি দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় সরকারের সব চিকিৎসা এই অঞ্চলে সঠিকভাবে পৌঁছায় না।

সচেতনতার অভাবেও এই ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসার প্রতি নেই তেমন একটা আগ্রহ। এর আগে, ডায়রিয়া ও হাম রোগে আক্রান্ত হয়ে এই ইউনিয়নের অনেকেই মারা যান।

এবার দীর্ঘসময় পর ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এখানে। বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়া, বড়ইতলী পাড়া, শিব পাড়া, দেবাছড়া, নরেন্দ্র পাড়া, ১ নম্বর ওয়ার্ডের মন্দির ছড়া, শিয়ালদহ, তুইচুই, বেটলিং এই সব এলাকায় ম্যালেরিয়া প্রকোপ দেখা দিয়েছে। এরইমধ্যে স্বাস্থ্যবিভাগ থেকে সাজেককে ম্যালেরিয়ার রেডজোন ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.