সত্যিই কি পৃথিবীতে এক চেহারার ৭ জন মানুষ আছে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

যমজ না হয়েও একদম একই চেহারার আরেকটি মানুষ কিভাবে আসতে পারে? হয়তো আপনি জানেন, পৃথিবীতে এমন সাতজন মানুষ আছেন যাদের চেহারা একে অপরের সাথে মিল। তবে এটা কি আদৌ সম্ভব?

গবেষণায় বলা হয়, পৃথিবীতে এমন এক ধরনের মানুষ রয়েছে যাদের চেহারা একদম মিল থাকে, অথচ তাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নেই। এদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। তারা একে অপরের মতো দেখতে হলেও, তাদের মধ্যে কোনো জেনেটিক সম্পর্ক থাকে না। তবে তাদের চেহারা এতটাই সাদৃশ্যপূর্ণ থাকে যে, মনে হয় যেন তারা যমজ ভাই-বোন।

গবেষণার ফলাফল অনুযায়ী, একদম একই চেহারার দুইজন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে এক বা তারও কম হতে পারে। অর্থাৎ, পৃথিবীর প্রায় ৭০০ কোটি মানুষের মধ্যে মাত্র এক বা তারও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে।

একজন মানুষের চেহারা কেমন হবে, তা নির্ভর করে তার বাবা-মায়ের ডিএনএজিন, এবং ক্রোমোজোমের উপর। মানুষের শরীরে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে, এবং প্রতিটি ক্রোমোজোম দুইটি ভাগে বিভক্ত। ক্রোমোজোমগুলো একে অপরের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি হয়। এটাই জেনেটিক ক্রসিংওভার বলে পরিচিত, যা মানুষের চেহারা এবং আচরণকে একে অপর থেকে আলাদা করে। এজন্য পৃথিবীতে একেবারে একই চেহারার সাতজন মানুষ পাওয়া প্রায় অসম্ভব।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় দেখা যায়, সেলিব্রিটিদের মতো দেখতে অজ্ঞাত সাধারণ মানুষদের ছবি ভাইরাল হয়। যেমন, শাহরুখ খান বা সালমান খানের মতো দেখতে কিছু তরুণের ছবি, অথবা ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে স্নেহা উল্লাল কিংবা ক্যাটরিনা কাইফের সাথে জেরিন খানের মুখাবয়বের সাদৃশ্য নিয়ে অনেকেই আলোচনা করেন। তবে, এ ধরনের সাদৃশ্য কিছুটা রহস্যজনক হলেও, গবেষণা থেকে জানা যায়, এটি খুবই বিরল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.