শীত এলেই আমাদের কেনাকাটা যেন বেড়ে যায়। বছরের অন্যান্য সময়ের তুলনায় অধিকাংশ মানুষ শীতেই বিয়ের পরিকল্পনা করেন। ফলে এ মৌসুমে দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এমন মানুষ খুব কমই আছেন।
এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড ও ফুটপাতের দোকানে জমে ওঠে শীতের কাপড়ের বেচাকেনা; চলে আকর্ষণীয় সব ছাড়। সব মিলিয়ে মানুষের মধ্যে কেনাকাটা করার স্পৃহা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই আবেগে ভেসে প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনে ফেলেন।
আজ থাকছে এমন কিছু টিপস, যা কেনাকাটা করার সময় মাথায় রাখলে ‘ইমপালসিভ শপিং’ বা অপ্রয়োজনে কেনাকাটা করা থেকে বিরত থাকতে পারবেন।
তালিকা বানান
অপ্রয়োজনীয় শপিং বন্ধ করতে বাড়ি থেকেই তালিকা তৈরি করে বাজারে যান। কোন কোন জিনিস আপনার প্রয়োজন সেটা সবথেকে ভালো আপনিই জানবেন। তালিকার বাইরে কিছু কিনবেন না, এ সিদ্ধান্তে অটল থাকুন।
নির্দিষ্ট বাজেট
নির্দিষ্ট একটা বাজেট থাকবে, তার মধ্যেই সারতে হবে কেনাকাটা। এই মনোভাব নিয়ে কিনতে শুরু করলে দেখবেন, অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা কমবে।
ভাবনায় ভবিষ্যত
মার্কেট থেকে এমন জিনিস কিনুন, যা সব সময় আপনার কাজে আসবে। ব্যবহার করবেন না, শুধু ভালো লাগল বলেই কিনে ফেলবেন, এমন ভুল করবেন না। এতে খরচ বহুগুণে বাড়বে।
ক্যাশে পরিশোধ
ক্রেডিট কার্ডে পরিশোধ করলে খরচের প্রবণতা বেড়ে যায়। খরচ বাঁচাতে টাকা ক্যাশে দিন। হুট করে কিছু কেনার আগে ভাবুন, জিনিসটি আপনার কতটা প্রয়োজন।
আবেগে কেনাকাটা নয়
অনলাইন কেনাকাটার সময় এ প্রবণতা বেশি দেখা যায়। মাউসের এক ক্লিকেই হাতের মুঠোয় জিনিস চলে আসায় অপ্রয়োজনীয় জিনিস কেনার ঝোঁক তৈরি হয়। কোনও কিছু পছন্দ হলে সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করে দেওয়া যাবে না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে।