ছুরিকাঘাতে আহত হয়ে রক্ত মাখা অবস্থায় রাস্তার পাশে ছটফট করছিল ১৩ বছরের একটি মেয়ে। এ সময় বাঁচার জন্য মেয়েটি পথচারিদের কাছে আকুতি-মিনতি জানালেও কেউ এগিয়ে আসেনি। বরং সবাই মেয়েটির ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন। এমনকি একজন পরিচালকও সে সময় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। পাশ থেকে কেউ একজন তাকে হাসপাতালে নেওয়ার কথা বললে কেউ তাতে সাড়া দেয়টি।
ভারতের উত্তর প্রদেশে সোমবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। মানুষের এমন নির্মমতার মধ্যে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পুলিশের একটি দল। তারা এসে আহত মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের এ নাবালিকা। কয়েক ঘণ্টা পর তার দেখা মেলে একটি জাতীয় সড়কের ধারে, রক্তাক্ত অবস্থায়। এভাবে নাবালিকাকে পড়ে থাকতে দেখে ভিড় জমে যায় আশপাশে। সবার হাতেই মোবাইল। নাবালিকা বাঁচানোর আর্তি জানালেও তা আর শোনে কে! সবাই ব্যস্ত তাকে মোবাইলে ধরে রাখতে। শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: চাল চিনবেন যেভাবে
এ বিষয়ে পুলিশ পরিদর্শক কণর অনুপম সিং জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ছুরি মারা হয়েছে। মেয়েটি রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে —সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির আহত অবস্থার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের ভূমিকায় সমালোচনায় মুখর হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা, মেয়েটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে না যাওয়ায় যারা ভিডিও করছেন, ছবি তুলছেন তাদের তীব্র সমালোচনা করা হয়।