আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি: লিজ ট্রাস

‘মিনি-বাজেট’ বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেছেন, যে ভুলগুলো হয়েছে সেজন্য আমি দুঃখিত। লিজ বলেন, আমি কাজ করতে চেয়েছিলাম। করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এরই মধ্যে অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নেন ট্রাস, যা তার দলকে বিপর্যয়ের মুখে ফেলে। বর্তমানে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন।

বিবিসি জানিয়েছে, লিজ ট্রাস পদত্যাগ করতে চান না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানান।

আরও পড়ুন: শ্রীলঙ্কার গৃহযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস জিতল বুকার পুরস্কার

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেনে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়টি এখন তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.