নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে বাঁচিয়ে রাখতে তৎপর ভারত সরকার। তাই সেগুলোকে রক্ষায় কুকুর মোতায়েন করছে কর্তৃপক্ষ। চিতাগুলোকে চোরাশিকারীদের হাত থেকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাঁচ মাসের এক জার্মান শেফার্ডকে। কুকুরটির নাম ইলু। তবে শুধু এটিই নয়, মোট ছয়টি কুকুরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে ‘সুপার স্নিফার’ স্কোয়াড।
যেভাব হয়েছে খুলশী নামকরণ
আরবি ও ফারসি ভাষার প্রচলিত ‘খোলাসা’ শব্দ থেকে খুলশী নামকরণ