শিগগিরই বেশকিছু এআর ও ভিআর হেডসেট উন্মোচন করতে যাচ্ছে মেটা। আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ইভেন্টে উন্মোচন হতে পারে প্রজেক্ট ক্যামব্রিয়া নামে বহুল আলোচিত একটি ভিআর হেডসেট। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনই ইঙ্গিত দেন মেটার শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গ।
বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার মেটার সিইও মার্ক জাকারবার্গকে ভিআর হেডসেট পরিহিত একটি ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। এর মাধ্যমে তিনি বহুল প্রতীক্ষিত ভিআর হেডসেটটি প্রকাশের ইঙ্গিত দেন।
আরও পড়ুন: বৃটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে যে মসজিদের তথ্য
প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে জো রোগ্যানের সঙ্গে একটি পডকাস্টে জাকারবার্গ বলেছিলেন, নতুন উন্মোচন হতে যাওয়া হেডসেটটি চোখ ও মুখের বিভিন্ন ডাটা সংরক্ষণ করে তাকে ডিজিটাল অবতারে রূপ দিতে পারবে।
মেটা কোয়েস্ট টু ভিআর হেডসেটের উত্তরসূরি হতে যাচ্ছে প্রজেক্ট ক্যামব্রিয়া। এটি প্রতিষ্ঠানটির মেটাভার্স স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দুও হবে বলে আশা করা হচ্ছে।