চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কারচাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের চবির ১নং গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক মো. আফতাব হোসেন (৩৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক দেব নাথ আফতাব হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: অভিনেতা সাগর হুদা আর নেই
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নিহত আফতাব চট্টগ্রাম থেকে মোটরসাইকেল যোগে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের ১নং বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।