বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে কদিন ধরেই ভাসছিল কিছু ছবি। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডারকে নানা বেশভূষায় দেখা গেছে। কখনো রাজার বেশে, কখনো আবার কোঁকড়া চুল ও গোঁফে বাসের হেলপার চরিত্রেও দেখা মিলেছে।
বাইশ গজের বাইরে দেশের বিজ্ঞাপনের বাজারেও তুমুল দাপট দেখানো সাকিবের এমনসব ছবি দেখে ভক্তরাও মোটামুটি নিশ্চিত ছিলেন, নতুন কোনো বিজ্ঞাপনচিত্রেরই অংশ এটি। পরে বাংলাদেশি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার আদনান আল রাজীবও খোলাসা করেন সেটি। তিনি এক ফেসবুক পোস্টে জানান, গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করছেন সাকিব। উপযুক্ত চরিত্র সৃষ্টি করতেই তাকে দেয়া হয়েছে ভিন্ন সাজ।
এদিকে, বুধবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে আরেকটি ভিডিও পোস্ট করেন সাকিব। যেখানে বাসের হেলপার চরিত্রে থাকা সাকিবকে বলতে শোনা যায়, ‘সামনে তো খেলা, লাইভ খেলার লিংক লাগবে না?’ এ ছাড়া ৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে জুড়ে দেন, ‘চোখ রাখুন আমার এবং গ্রামীণফোন-এর ফেসবুক পেজে।’
আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশ, নেই তাসকিন-বিজয়, নাঈম
ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখানোর লাইভস্ট্রিম কোনো সাইটেরই বিজ্ঞাপনে অভিনয় করেছেন সাকিব, যা তার পরবর্তী পোস্টে হয়তো বিস্তারিত জানা যাবে।
এ মুহূর্তে এশিয়া কাপ মিশনে সাকিব আল হাসান দলসহ আছেন সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সাকিবের বাংলাদেশ।