বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী দৈনিক সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম।
নতুন এ সময়সূচি আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বেসরকারি অফিসগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সমস্ত ব্যাংক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকের নতুন এ সময় কার্যকর হবে।
বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এর আগে সরকার জানিয়েছিল, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময়সীমা কমিয়ে ভার্চুয়াল অফিস চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া, দেশের সমস্ত ডিজেল-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রায় ২.৭৯ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ হয় ডিজেল-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমানে সারাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। সেইসঙ্গে, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি সপ্তাহে একদিনের জন্য জ্বালানি স্টেশনগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।