বাবার সাথে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল চীনের এক শিশু। বিভিন্ন পশু দেখা শেষে সে যায় হাতির খাঁচার সামনে। কিন্তু হঠাৎ খাঁচার ভেতরে পড়ে যায় শিশুটির এক পায়ের একটি জুতো। আর তখনই দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শিশুটিকে তার জুতো ফেরত দেয় হাতিটি।
গত ১৪ আগস্ট পূর্ব চীনের শানডং প্রদেশের ওয়েহাইয়ের চিড়িয়াখানায় ঘটে যাওয়া এ ঘটনায় নেট দুনিয়ায় প্রশংসা ভাসছে হাতিটি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে বলা হয়েছে, শিশুটি তার জুতো খাঁচার মধ্যে ফেলে দেওয়ার পরে, হাতিটি তার শুঁড় দিয়ে মুরিয়ে জুতোটি ফেরত দেয়। এতে সেখানকার অনেক দর্শনার্থীরা হাতিটির অনেক প্রশংসা করেন।
চিড়িয়াখানার ব্যবস্থাপনা কর্মীদের একজনের মতে, হাতিটির নাম ‘মাউন্টেন রেঞ্জ’ ও সে ২৫ বছর বয়সী পুরুষ। তিনি আরও বলেন, হাতিটি খুব বুদ্ধিমান ও দর্শকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। তার মানুষের সঙ্গে মৌলিক যোগাযোগের দক্ষতা রয়েছে।
চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেছেন, এটি একটি এশিয়ান হাতি ও সে প্রতিদিন পানির বোতল তুলতেও সাহায্য করে। অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, জুতা ফেরত দেওয়ার পুরস্কার হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরের দিন মাউন্টেন রেঞ্জকে বোনাস খাবার দিয়েছিল। শিশুটিও পুরস্কার হিসেবে হাতিটিকে খাওয়ানোর জন্য এক মুঠো ঘাস দেয়।