চট্টগ্রামে বিডিঅ্যাপস হ্যাকাথন এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাংলাদেশের ন্যাশনাল অ্যাপস্টোর বিডিঅ্যাপস আয়োজিত মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা, বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২-এর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় আঞ্চলিক হ্যাকাথনটি ২০ই আগস্ট ২০২২-এ চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে যাতে অংশ নিয়েছে চট্টগ্রাম, কুমিল্লা,নোয়াখালী,পার্বত্য অঞ্চলসহ সমগ্র চট্টগ্রাম বিভাগের বাছাইকৃত দলগুলো।

হ্যাকাথনের চট্টগ্রাম পর্বে আয়োজন সহযোগী হিসেবে কাজ করেছে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব। হ্যাকাথনের এই পর্বে সর্বমোট ৫০ টি দল অংশগ্রহণ করে যারমধ্যে জাতীয় পর্বে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার জন্য সেরা ৯ টি দলকে নির্বাচন করা হয়। দলগুলোর নাম সেন্টিলিওন, জিরোওয়ানল্যাব, টিম এমিগো, বেবিটিউব, জিট বাংলাদেশ, দ্যা সাংগু, সিস্টারস, সেফ ট্রাক এবং পথ।

হ্যাকাথনটির এই আয়োজনে উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ডিন প্রফেসর ডক্টর রেজাউল করিম, স্টার্টাপ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব, এ. ডাব্লিউ কমিউনিকেশন এর প্রতিষ্ঠাতা সাবের শাহ, রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার রেজওয়ান আরেফিন, বিজনেস-এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল, হ্যাকাথনটির প্রধান সমন্বয়ক মাহের আসেফ এবং বিডিঅ্যাপস চট্রগ্রামের প্রধান মোহাম্মদ আরিফ হাসান এবং চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে। জাতীয় এই হ্যাকাথনের চুড়ান্ত পর্বের সেরা দশ দল পাবে সর্বমোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার যারমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা।

বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিডিঅ্যাপস এসডিজি অন্তর্ভুক্তিতে সেরা উদ্ভাবনের বিভাগে একটি সম্মানজনক পদক পেয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০,০০০ ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০,০০০ এর বেশী অ্যাপ্লিকেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.