একনেক-এ ৭ প্রকল্পের অনুমোদন

টেলিটকের ফাইভ-জি স্থগিত, ফোর-জি সেবা নিরবচ্ছিন্ন করার নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফাইভ-জি প্রকল্প একনেকে বাতিল হয়েছে। ফাইভ-জি’র আগে ফোর-জি সেবা নিরবচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখনই দরকার নেই, আগে দেশের সব জায়গায় মোবাইল ফোনের ফোর-জি সেবা নিশ্চিত করা প্রয়োজন। একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। এই কার্যক্রম শক্তিশালী করতে ১৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার ‘গুরুত্বপূর্ণ’ আবাসিক এলাকা ও সরকারি অফিসের জন্য ২০২৪ সাল থেকে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা ফাইভ জি সেবা চালু করতে চেয়েছিল রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। সেজন্য ২৩৬ কোটি ৫৪ লাখ টাকায় ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ’ শীর্ষক একটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.