হাট্টিমাটিম টিম নিয়ে অবাক করা তথ্য!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

হাট্টিমাটিম টিম-তারা মাঠে পারে ডিম/তাদের খাড়া দুটো শিং/তারা হাট্টিমাটিম টিম। ছোটবেলায় এ ছড়া পড়েননি কিংবা শোনেননি বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। কাল্পনিক এক চরিত্র এ হাট্টিমাটিম-টিম। শিশু সাহিত্যে গত ৬০ বছর ধরে আধিপত্য বিস্তার করে বেঁচে আছে ছড়াটি। কিন্তু আমরা অনেকেই জানি না এ ছড়াটি কে লিখেছেন কিংবা পুরো ছড়াটি।

আপনি শুনলে অবাক হবেন, চার লাইনে দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়া এ ছড়াটি মোট ৫২ লাইনের! ১৯৬২ সালে ছড়াটি লিখেন রোকনুজ্জামান খান দাদা ভাই। এরপর থেকে এখনো পর্যন্ত শিশুদের প্রথম পাঠ হিসেবে সবার কাছেই সমান জনপ্রিয় এ ছড়া।

শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খান পরিচিত ছিলেন দাদা ভাই নামে। রোকনুজ্জামান খান জন্ম গ্রহণ করেছিলেন ফরিদপুর জেলার পাংশা উপজেলায়। দৈনিক ইত্তেফাকে শিশু-কিশোরদের জন্য উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেন। শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় ২০০০ সালে রোকনুজ্জামান খান স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে মারা যান তিনি।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ৫২ লাইনের এ ছড়াটি ঘুরছে, আর তা দেখে বিষ্ময় প্রকাশ করছেন ফেসবুক ব্যবহারকারীরা। আপনিও একবার পড়ে নিতে পারেন ছড়াটি।

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু’পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.