টেকনাফে বিজিবির অভিযান: প্রায় ২৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা। রোববার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

কনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে ওই ব্যক্তিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে এবং মাছ ধরার জালের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য। উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২৫ কেজি কারেন্ট জাল ও মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করেছেন তারা। মাদকগুলো ধ্বংস করার জন্য স্টোরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অধিনায়ক বলেন, পরে টহলদল উক্ত এলাকায় সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। সেখানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি তাই চোরাকারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.