রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন সংগীত বিকৃতি, বিনা অনুমতিতে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় এবং ঘুরে বেড়ানোর অভিযোগে হিরেো আলমকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, সাইবার সংক্রান্ত বিভিন্ন অভিযোগে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, হিরো আলমের বিরুদ্ধে অসংখ্য সাইবার অভিযোগ রয়েছে। তাকে ডাকা হয়েছিল।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদকালে হিরো আলম মুচলেকা দিয়ে বলেছেন যে, তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।