হিরো আলমের নামে মামলা, গুরুতর অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

এবার হিরো আলমের নামে হল মামলা। বেশ গুরুতর অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে।

বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।

তিনি এখন সিনেমারও নায়ক, প্রযোজক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।

একাধিকার জড়িয়েছেন আইনি ঝামেলাতেও। এবার তার নামে অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোস্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মান পূর্বক বাজে আচারণের জন্য মামলা হয়েছে। বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতে ২৯ নং কোর্টে ৪৬১/২২ এর ধারা: ৪০৬/৪২০/৫০৬/৫০০ দণ্ডবিধি ১৮৬০- এর অধীন সি.আর মামলাটি হয়েছে।

মামলাটি হাতিরঝিল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট শেখ শামিনুর রহমান (সানি)’র সহযোগিতায় নিয়ে মামলাটি করেছেন সাংবাদিক আকাশ নিবির।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া হিরো আলম সবসময় থাকেন নিয়মিতই কিছুনা কিছু আলোচনা ও বিতর্কে। তার নামে নারী নির্যাতনের মামলাসহ একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.