নস্টালজিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শুকলাল দাশ

প্রিয় সুবর্ণলতা,
কতোকাল-দেখা হয় না, কথাও হয় না!

হওয়ার ডানায় উড়তে থাকে মন
ক্লান্তি ভরা চোখ-অথচ ঘুম আসে না।
আবার এসেছে উত্তাল বর্ষার জলকেলি উৎসব
টুংটাং তিন চাকার গাড়িতে ঘুরার দিন।

সুবর্ণলতা-আমার ইচ্ছেগুলো
আজকাল বন্দি করে রাখি হৃদয়ে।
মনের উঠোনটা নিজের অজান্তেই
হয়ে উঠেছে একেবারে ফাঁকা।
ইচ্ছেগুলো একা একা কষ্টে বেড়ে ওঠে!
বিষণ্ন সময়ে কেঁদে ওঠে মন
নীরব যন্ত্রণার ঝড় তোলে
তোমার হৃদয়ে ডানা মেলতে চায়।

সুবর্ণলতা-র্বষার এই ভরা যৌবনে
তুমি, একবার আসার কথা ছিল কিন্তু
চলে এসো, দখিনা হওয়ার রথে
নীল শাড়ি পরে-শিরিষের তলায়।

শটিবনের ভেতর দিয়ে চলে এসো তুমি
তুমি এলে শুরু হবে খুনসুঁটি খেলা
নীলগিরির বুকে দেখো জমে আছে মেঘ
তুমি আসার খবর যখন হবে জানাজানি
কেটে যাবে মেঘ-সব উদ্বেগ
এই মন হয়ে যাবে আকাশচারী।

তোমাকে পাওয়া মানে-নতুন জীবন।
দুই হাতে ভরে দেবো জলের আদর
এইখানে খুঁজে পাবে স্বপ্ন কিছু।
সুবর্ণলতা-
নীলগিরিতে প্রচার হয়ে গেছে তুমি আসবে
তোমাকে দেখবো বলে আর কতোকাল
অপেক্ষার প্রহর গুনতে হবে?
আর কতোটা হাওয়া নীলগিরির বুকে
আছড়ে পড়লে তুমি আসবে-সুবর্ণলতা ?
কর্ণফুলী-শঙ্খ-সাঙ্গুর বুক চিরে
কতোটা জল বয়ে গেলে তুমি
নীলগিরিতে পা রাখবে বলতে পারো?
বৃষ্টিস্নাত এই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে
শঙ্খচিলগুলো উড়তে উড়তে
তোমার আগমনের প্রহর গুনে যায়।

হরিণ শাবকগুলো বড় বড় ঘাসের
ফাঁক দিয়ে উঁকি দেয় বারবার
চঞ্চল চোখে তোমায় খুঁজে ফিরে।
জানো তো সুবর্ণলতা…
তোমার নামে কেমন একটা আঁকড়ে ধরার ভাব আছে
নামটা উচ্চারণের সাথে সাথে
সারা শরীরময় জড়িয়ে যায়।
সারা দেহময় রিনঝিন-ঝিনঝিন
করে বেজে ওঠে সেতারের কোমল সুর।

মনে হয় তোমার শরীরের তপ্ত উমে
আমি জেগে উঠছি পৃথিবীর প্রথম সকালে।
আর আকাশ নামের ঝাঁকড়া কোনো
বৃক্ষের গায়ে জড়িয়ে আছে-স্নিগ্ধ সুবর্ণলতা।
সুবর্ণলতা-
নারাঙ্গীবনের সবুজ পাতার
কতো কী আয়োজন শুধু তোমার জন্যে।
তোমার মাঝে বাঁচবো বলে পণ করেছি।
এতো আনন্দ, এতো খুশি কোথায় রাখি।
আনন্দের রং মেহেদির মতো। রঙিন, জ্বলজ্বলে।

সবুজ পাতার মতো থিরথির কাঁপে বুক
সাগরের মতো জাগে উত্তাল ঢেউ
মনের ভেতর কে যেনো শুধু কেঁদে কেঁদে হয় সারা।
কমলা রঙের সাঁঝের আকাশ
যদি ভালোবেসো…
মায়াঘেরা নীলগিরি তুমি চলে এসো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.