জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গ্রেফতার খতিব শামীম তিন দিনের রিমান্ডে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার নগরের ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ শামীমুর রহমান (৪৩) এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাসিব খান বিষয়টি নিশ্চিত করেন।কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানায়, চট্টগ্রামে সিরিয়াফেরত ‘জঙ্গি’ শাখাওয়াত আলীকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে সম্পৃক্ত হিসেবে ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ শামীমুর রহমানের নাম প্রকাশ করলে তাকে গ্রেপ্তার করা হয়। শাখাওয়াত হোসনে ওরফে লালু ২০১২ সালে তাঁর ভায়রা মো. আরিফ ও মো. মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত হন। সংগঠনের নেতা চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের মাধ্যমে জিহাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন। এরই অংশ হিসেবে সিরিয়া যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কে যান। তুরস্ক থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ঢুকে ছয় মাস ‘হায়াত তাহরির আরশাম’-এর কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেন। পরে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেন।মঙ্গলবার বিকেলে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াতের দেওয়া তথ্যে শামীমকে ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। কাউন্টার টেরোরিজম ইউনিট তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।

পরবর্তী সময়ে সিরিয়া থেকে সীমান্ত পেরিয়ে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় যান। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে পুনরায় ইন্দোনেশিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। গত মার্চে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে পুনরায় জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে থাকেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.