বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া: বাদ পড়ছেন তারকা ক্রিকেটাররা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দল থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
আগে থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার বেশকিছু তারকা ক্রিকেটার আসবেন না। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দলের গুরুত্বপূর্ণ একাধিক ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই দুই সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েলসহ ছয়জন ক্রিকেটার নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। এছাড়া ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টাইনিসও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
অজিদের ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস অ্যাগার। প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হর্নস। তবে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বোর্ড।
আগামী জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে অজিদের। সম্ভাব্য সূচি মোতাবেক ২ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই। ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুলাই থেকে, যা শেষ হবে ২৫ জুলাই। এই সফর শেষে বাংলাদেশে আসবে তারা।
অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, এবং অ্যাডাম জাম্পা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.