চন্দনাইশে কো‌টি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫০,০০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

আজ ১৫ জুন মঙ্গলবার রাত ৩ টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আরিফউজ্জামান খাঁন ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-ট-১১-৪১০৪ সহ চান্দগাঁও থানার সহিদ পাড়া এলাকার মৃত নিরধ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (৩৪), নোয়াখালী জেলার ফারুক আমিনের বাড়ি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৪২),কক্সবাজার জেলার ঈদগাঁহ থানার চৌকিদার বাড়ি এলাকার মো.আফছার কামালের ছেলে মো.সফিউল হক (২০) কে গ্রেফতার করে।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় সিঙ্গারের শো রুমের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দা‌য়ের ক‌রে আদালতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমা‌নিক মূল‌্য দেড় কোটি টাকা ব‌লেও জানান তি‌নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.