কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ক্চ্ছপিয়ার ওশান ওয়াচ নামক লেবু বাগানের উত্তরের রাস্তার উপর থেকে এসব উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ৭ জনকে পলাতক আসামী করে মামলা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, লেবু বাগানের উত্তরের রাস্তায় একদল ইয়াবা কারবারী জড়ো হয়েছে এমন গোপন সংবাদে সেখানে পুলিশ যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দৌড়ে পাহাড়ে পালিয়ে যায় চক্রটি।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী টেকনাফ থানার এস আই খোরশেদ আলম বলেন, চক্রটি পালিয়ে গেলেও স্থানীয় জনতার সহায়তায় পুলিশ চক্রটিকে চিহ্নিত করেতে পেরেছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় এস. আই খোরশেদ বাদী সাত জনকে পলাতক আসামী দেখিয়ে সংশ্লিষ্ঠ মামলা দায়ের করেছে। তাদেরকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।