চট্টগ্রামেও আসছে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস)। দুইদিনের ব্যবধানে কোতোয়ালী থানা এলাকা থেকে দুইটি চালান আটক করা হয়েছে। এবার কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকা থেকে ৮০ গ্রাম আইস ও ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
১৪ জুলাই, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কোতোয়ালীর ব্রিজহাট এলাকার হোটেল নেভাল এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. জালাল আহম্মদ (৪৩), একই এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে মো. ফারুক (৩০) ও সাতকানিয়া উপজেলার কানা চৌধুরী এলাকার হারুন রশিদের ছেলে মো. তালাল (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরাফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকা থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে জানা যায়, তারা এসব মাদকদ্রব্য আনোয়ারা উপজেলার এক ব্যক্তি থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলো।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
এর আগে গত ১২ জুলাই (সোমবার) মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে ভয়ংকর মাদক আইস (ক্রিস্টাল মেথ) পাচারকালে কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ১ কোটি টাকা মূল্যের ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।