চলে গেলেন বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা মোশতাক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোশতাক (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্তানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক জীবনে তাঁর দুই মেয়ে এক ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম রেজাউল হক চৌধুরী’র ছেলে সাদিত চৌধুরী।

মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোশতাক’র মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেন।

১৯৬৮ সালের রেজাউল হক চৌধুরী মোশতাক ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ডিসেম্বর মাসে ‘বঙ্গবন্ধু’ শব্দটি সর্বপ্রথম উপাধি প্রদান করেন। ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ সময় ৬৯’ এর গন আন্দোলনে রাজপথে অনন্য অবদান রেখেছিলেন।

এছাড়া রেজাউল হক চৌধুরী মুশতাক ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের সহপাঠি হিসেবে সব ধরণের সাংগঠনিক কর্মকান্ডে তিনি অংশ গ্রহণ করতেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।

তিনি স্বাধীন বাংলা ছাত্র পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭০ সালে তিনি বঙ্গবন্ধুর প্রথম জীবনী রচনা করেন। ১৯৫০ সালের ১১ আগষ্ট চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

২০১২-১৩ সালে রেজাউল হক চৌধুরী মুশতাক চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.