মো: জযনাল, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীর ছন্দারিয়া খালে ভাসছে মরা ডলফিন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া খালের ১৩ নং রেলওয়ে ব্রিজ এলাকায় মরা ডলফিনটি ভাসছে।
স্থানীয় বাসিন্দা মো. ইউছুফ জানান, গতকাল বুধবার রাত থেকে ডলফিনটি খালে ভাসছে। প্রায় ৭ ফিট দৈর্ঘ্যের ডলফিনটি আঘাতের কারণে মারা গেছে বলে ধারণা করছি। নিরাপদ আশ্রয়ের খোঁজে হয়তো কর্ণফুলী নদী থেকে ডলফিনটি ছন্দারিয়া খালে এসেছিল।
এ ব্যাপারে জানেন না বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।